তুমি একজন মানুষ মানেই নও
যে একা কিংবা শুধুই কারো পিতা-মাতা ।
বরং তুমি একজন মানুষ মানেই
একটি বিশাল বংশের ভবিষ্যৎ প্রতিষ্ঠাতা ।


একটি মহীরুহের কাণ্ডের যেমন
হয় অগণিত শাখা-প্রশাখা শিকড়-বাকড় ।
তেমনি ছড়াবে সারা দুনিয়াব্যপী
তোমার ছেলে-মেয়ে নাতি-পুতি বংশধর ।


গাছটি যেমনি হবে ভাই তেমনি
হবে তার উৎপাদিত বীজ আর ফুল ফল ।
তোমার বংশধরেরা কেমন হবে
ওহে মানুষ , নিজেই নিজেকে ভেবে বল ?


যেমন হবে তোমার আচরণ কর্ম দোষ গুন
এসব কিছু হবে তাদের তার চেয়ে বহুগুণ ।।


রচনাকালঃ- রাত ১২.২৩ টা মঙ্গলবার
০৩/১০/২০১৮ মিরপুর , ঢাকা ।