আমি যে আলোর জগতের এক
বিশ্বাসী অধিবাসী ।
তবু বলি হে অন্ধকার জগতবাসী
আমি তোমাদেরকেও ভালোবাসি ।
তবে ভালোবাসি না তোমাদের ঐ
অন্ধকার জগতটাকে ।
তোমরাই বল কোন আদম সন্তান
ঐ জগতে কি করে ডুবে থাকে ?
অন্ধকারে থাকে ভূত-পেত্নী আর
যত শয়তানের দল ।
থাকে পিশাচ নরপিশাচ রাক্ষস
মুরতাদ মুনাফেক আর খল ।
যাদের মন পাওয়াই দায়
তাদের কি মন রাখা যায় ?
বৃথা চেষ্টা করিনা তাই তোমাদের
মন রক্ষা করে চলতে ।
বরং আমি সচেষ্ট থাকি নির্ভয়ে
সত‍্যটা সর্বদাই বলতে ।
এক জীবনে কেউ পারেনি চলতে
সবার মন যুগিয়ে ।
তবে কেন আমি ব‍্যর্থ হতে যাবো
হে সে পথে চলতে গিয়ে ?
সবার আমি মন পাবো না হাজারও
চেষ্টা করে ।
তার চেয়ে সহজেই সান্নিধ্য পাবো
প্রভুর, তাকে শুধু রাখলে অন্তরে ।
তোমরাও কোনদিন আলোর পথে
এলে আমাকেই করবে দোষারোপ ।
বলবে তুমি কেমন আলোর জগতের
অধিবাসী হে ? কেন দেখাওনি তা ?
বলে আমায় দাগাবে তোপ......।


রচনাকালঃ- সন্ধ‍্যা ৭.৪০টা, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১ ঠাকুরগাঁও ।