কি মহামারি দিলে মাবুদ সারা পৃথিবীতে
করোনাও যোগ দিল আজ রাজনীতিতে
লকডাউনে শাটডাউনে আর কতকাল কাটাবো মাবুদ ?
হলাম নাস্তানাবুদ নাস্তানাবুদ নাস্তানাবুদ । (২)


ব‍্যবসা বাণিজ্য আজ উঠেছে সবই লাটে
যত দূর্ভোগ জুটছে মোদের ফাটা ললাটে
সবই থাকলে বন্ধ তবু দিতে হয়ে ঋণের চড়া সুদ ।
হলাম নাস্তানাবুদ নাস্তানাবুদ নাস্তানাবুদ । (২)


ছেলে মেয়েরা আর যেতে না পেরে স্কুলে
যা পড়েছে না পড়েছে সবি যে গেছে ভূলে
থাকছে ইন্টারনেটে সবাই এখন দিবারাতি বুদ ।
হলাম নাস্তানাবুদ নাস্তানাবুদ নাস্তানাবুদ । (২)


কম বেশী সবাই খেয়ে থেকেছি দুধভাত
এখন বাধ‍্য হয়ে পাতি অন‍্যের দ্বারে হাত
চালডাল তো দূরের কথা মোটেও জুটেনা চারটা খুদ ।
হলাম নাস্তানাবুদ নাস্তানাবুদ নাস্তানাবুদ । (২)


কত কিছুই তো দেখালে মাবুদ মহামারিতে
তবু তো কেউ পারলামনা একটুও পাল্টাতে
না মেরে বাঁচিয়ে রাখলে কেন বানিয়ে কালের সাবুদ ।
হলাম নাস্তানাবুদ নাস্তানাবুদ নাস্তানাবুদ । (২)


এরই মাঝে কুলাঙ্গার করে সাম্প্রদায়িকতা
কত নেতা চায় যে তবুও করতে গনহত‍্যা
মাঝে মাঝে তবুও তারা দেয় ঝাঁঝিয়ে গোলাবারুদ ।
হলাম নাস্তানাবুদ নাস্তানাবুদ নাস্তানাবুদ । (২)


করোনাকালীন সাজে কেউ সাধের ভিখারী
কতক ভদ্রলোক ঘরে ঘরে থাকছে অনাহারী
কেউবা মনের জ্বালা মিটায় মদে বেঁচে গাভীর দুধ ।
হলাম নাস্তানাবুদ নাস্তানাবুদ নাস্তানাবুদ ।( ২)
মারলে মারো নইলে বাঁচাও জলদি ওগো মাবুদ ।


রচনাকালঃ- দুপুর ২.১৪টা, বুধবার, ১৩ শ্রাবণ  ১৪২৮,
২৮ জুলাই ২০২১, মিরপুর, ঢাকা ।