আমি রঙিন ঘুড়ি
ইচ্ছে ডানায় উড়ি
তবে নয়তো একেবারেই স্বাধীন ।
গগনে এক কোনে
আনন্দে অবগাহনে
কিছুটা সময় শুধু থাকি উড্ডিন ।

ক্ষণকালের স্বাধীনতা  
পেয়ে হারাই ভব‍্যতা
ভাবি না জীবনের পরিণামটাই ।
ছুঁতে চাই নক্ষত্ররাজি
ধরতে যাই যানবাজি
ভুলি আমার নিয়ন্ত্রক যে নাটাই ।

তাই বৃথা আস্ফালন
করলে হয় পদস্খলন
ছিঁড়ে সুতা পড়ি কোন অজানায় ।
উড়তে পারছি বলে
স্বাধীন বলা কি চলে
ইচ্ছে মতো সৃষ্টির যে চলা দায় ।

সুতাটা গুটালে নাটাই
সখটা কেমনে কাটাই
বেলা শেষে সাঙ্গ হবে রঙ মেলা ।
উড়া উড়ির বাহাদুরি
আর যত ছল চাতুরী
তুরি বাজালে খতম হবে এ খেলা ।

রচনাকালঃ- রাত১১.২২টা, বুধবার, ৫ জৈষ্ঠ্য ১৪২৮,
৬ সাওয়াল ১৪৪৩, মিরপুর, ঢাকা ।