এটা তোমার চৌদ্দ পুরুষের জন্মভূমি
এ দেশটার প্রকৃত মালিকও তো তুমি
তবুও দেশটার সেবক নাম্নী দাসদাসী-
দের কাছে তুমি কেন গো ভিক্ষা মাগো ?


ওনারা হটিয়েছে বর্গী বৃটিশ পাকিস্তানি
আজ স্বদেশী চোর ঝরায় চোখের পানি !
তুমি কি বীরপুরুষের ঔরসজাত ভীতু
কাপুরুষ ? তোমার লজ্জাই করে নাগো ?


হেলা করে করে সময় কাটিয়েছ মেলা
অবেলা কেমনে সাগরে ভাসাবে ভেলা ?
ঘনিয়ে আসছে ঘোর অন্ধকার হতে হবে  
সাগর পার, বেলা থাকতে কাজে লাগো ।


বারবার দেশ সবে লুটে করছে সাবাড়
দেশী দস্যুদের তাড়াতে নামো এবার
না আর ঘুমাইও নাগো, এবার জনতা
এক যোগে সবে জাগো জাগো জাগো ।


বানরদেরকে করতে দিয়েছ রুটি ভাগ
তাদের বদমাসিতেও কেন হয়না রাগ,
তবে কি খাবে কচু ? আর যদি না কর
প্রতিবাদ তবে এদেশ হতে আজি ভাগো ।


রচনাকালঃ- রাত ১১:৫৫টা, মঙ্গলবার, ১১ বৈশাখ ১৪৩০,
২৫ এপ্রিল ২০২৩, মিরপুর, ঢাকা ।