ওরে গরম খুনের চরম চঞ্চল
সোনার বাংলা সোনার ছেলে !
অতিউৎসাহে যেতে যদি চাও
ওসব দুষ্ট লোকের দলে......


কিংবা পরম আশ্রয় খুঁজো
কোন ভণ্ড নেতার ছায়াতলে !
কিছুকাল অহংকারে অন্ধ রবে;
তার পরাক্রম শক্তির বলে ।


কত নিষ্পাপের প্রান কাড়বে;
যেন অতি তুচ্ছ খেলার ছলে !
কত মানুষের যক্ষের ধন,
করবে সর্বস্বান্ত দলের তালেতালে

একটা বন্য উন্মাদনায় তোমার,
বেশ কটা দিন যাবেও বেশ চলে...
নাও পরতে পারো কক্ষনও,
তোমার চিরশ্ত্রুর ক্ষোভানলে ।


তার আগেই সর্বস্বান্ত হতে পারো;
স্বীয় নেতার নিষ্ঠুর পদতলে...
কত ধানে কত চাল;
বুঝবে বাবু এমন দিনটা এলে...

তখন কে বাঁচাবে তোমায়, পড়লে  
তোমারই রক্ষকের ভক্ষনের কবলে ?
যাতে যার সৃষ্টি তাতে তার বিনাশ
ঠিকই দেখবে সময় হলে........


হায়রে মানুষ, ইতিহাস থেকে
কেন যে শেখনা চক্ষু দুটি মেলে !
অত লোভে পড়ে কেন যে জড়াও,
চিহ্নিত ঐসব জালেমদের জালে ?


অপার সম্ভাবনার অনন্য জীবনটা;
অগ্যতায় ধ্বংস কেন কর অকালে ?
হে নওজোয়ান চল সাবধান !
প্রকৃতির প্রতিদান যায়না যে বিফলে ।।
          
রচনাকালঃ- শুক্রবার ১৫/০৪/২০১৬ ঢাকা ।