মুষ্টিমেয় কথিত শিক্ষিত কিছু মানুষকে দেখি
ভয়ানক মানসিক ব‍্যধিতে আক্রান্ত  ।
তারা কিনা একটি জাতিকেই অনন্তকাল দাস
বানাবার নিরন্তর করে চলেছে চক্রান্ত !
ঐ জাতি গোষ্ঠী যেন মননে মগজে সর্বদা হয়ে  
থাকে শ্রেফ তাদের বাধ‍্যগত ।
তাই ওদের চলন বলন পঠন পাঠনেও ঢেলে
সাজানোর অয়োজন করে চলেছে কত !
যেন এসব কাজের হোতারা চিরকাল থাকবে
বেঁচে হেথায় করে চলবে রাজ ।
কি অদ্ভুত ভাবনায় ডুবে আছে ওসব মানুষেরা
নিয়ন্ত্রণ করতে গিয়ে সমাজ  !
ভয়াল বিলাসী খায়েস মিটাতে পুরো জাতিকে
যারা করে রাখতে চাও দাস ।
তবে কি তোরা চিরকাল বাঁচতে চাস ? তোদের
ঐ মাটির দেহটা কভু কি হবে না বিনাশ ?
যাদের জন‍্য ধ্বংস করছ কোন জাতি, ঐ জ্ঞাতি
সন্তান নাতিই তো তোদের পাঠাবে বৃদ্ধাশ্রমে !
কিংবা তোদের স্বনির্মিত গৃহে নিগৃহীত হবে রে  
স্বীয়সন্তান দ্বারা পর্যায়ক্রমে ?
কার জন‍্য তবে দাস বানাতে চাস ? এক আস্ত
জাতিকে চিরকালের জন‍্য ?
তাতে কি ওরা হবে ধন‍্য ? নাকি পরিণামে ওরা
হতেও তো পারে ছিন্নভিন্ন !
এ তোদের কোন ধর্মাচার, সুক্ষ ষড়যন্ত্রে বদলে
দিচ্ছ কারো ধর্মের কৃষ্টি কালচার ?
দেখনি এসব করতে গিয়ে অতীতে কত ষড়যন্ত্র-  
কারীরা সঞ্জব হারিয়ে করেছে হাহাকার ?
তোদের ক্ষমতা শক্তির মদমদ্দতা দিয়ে হয়তো
পারবে কাউকে দমাতে কিছুকাল ।
মনেরেখো মনোনীত ধর্মের যে স্রষ্টা সেই তার
ধর্ম সুরক্ষায় তোদের করবে নাজেহাল ।


রচনাকালঃ- রাত ১১:৫৭টা, বুধবার, ১৬ আষাঢ় ১৪২৯, ২৯ জুন ২০২২, মিরপুর, ঢাকা  ।