( আজ আন্তর্জাতিক জাতিসংঘ/ জাতিপুঞ্জ শান্তিরক্ষী দিবস । এমন একটি প্রতিষ্ঠান থাকতেও আমাদের কারো জানমালের কোন নিরাপত্তা নেই । এই প্রতিষ্ঠানের কার্যকলাপ এখন প্রশ্নবিদ্ধ । তবে কার স্বার্থে এই প্রতিষ্ঠান ? )


পৃথিবীর সব মানুষ জাতি দেশের দেখভালে ও
অস্তিত্ব রক্ষায় ঐক্য মতে গড়েছিল জাতিসংঘ ।
সকলের মৌলিক অধিকার সংরক্ষণে তুমি করবে  
কাজ, ন্যায্য আশাগুলো আর কারো হবেনা ভঙ্গ ।


কথা ছিল পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিটি দেশ
ও জাতি হবে নাকি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ?
বুক বাঁধিল মানুষ সে আশায়, কিন্তু অচিরেই হায় !
বালুর বাঁধ যেন ভেঙ্গে দিল লোভাতুর উত্তাল তরঙ্গ ।


রাজনৈতিক প্রতিহিংসায়, জঙ্গি বর্বরতায় কিংবা
জাতি নিধন কালে আমরা দেখেছি তোমার কত ঢঙ্গ !
নির্বিচারে মানুষ মেরে করছে যারা অপরাধ, সংকট  
নিরসনে তাদের সনে বসবে বলে করেছ যেন রঙ্গ !  


দুনিয়ার সবার দায়িত্ব নিয়ে অভিভাবক বনে তুমি  
অস্তিত্ব ভুলে বখে গিয়ে এখন শয়তানকে দাও সঙ্গ ।
তুমি দেশ জাতির রক্ষক না ভক্ষক নাকি নির্লিপ্ত
দর্শক আমরা তোমায় নিয়ে সন্দিহান হে জাতিসঙ্ঘ !


রচনাকালঃ- রাত ১১টা রবিবার ১৪ জানুয়ারি ২০১৯
মিরপুর , ঢাকা ।