পাগলে কিনা বলে
ছাগলে কিনা খায় ।
তাকে কি বলা চলে
সবার ভালো যে হতে চায় ?
সাধুকে জেগে থাকতে বলে
চোর বলে করতে চুরি ।
সমাজের ধ্বংস ডাকতে
এদের যেন নাই জুড়ি ।
সত‍্যকে সত‍্য বলার
নাই যাদের সৎ সাহস ।
রাজপথে দেখিয়ে দ্রোহ
দুটাকায় মানে বশ ।
শিড়দাঁড়া খাড়া করে
চলতে যারা ভয় পায় ।
চতুষ্পদ জন্তু ছাড়া কি
মানুষ তাদের বলা যায় ?
পুরুষ হয়ে জন্মে যদি
খেলিস এমন লুকোচুরি ।
তবে পুরুষের ঐ পোষাক
ছেড়ে পড় গিয়ে শাড়ী চুড়ি...
শিয়ালের মতো করে
কি হবে রে বেঁচে শতদিন ।
দশ দিনই বাঁচো না সিংহের
মতো না থেকে পরাধীন ।
যদি সবার ভালো হতে
চাসরে ও ভোলা ।
শুধু ছাগলই না, হবে
ছাগলের তিন নম্বর পোলা ।
সবার ভালো হয়ে ভবে
কভু যায়না রে পথচলা...
কারো ভালো লাগুক না লাগুক
উচিৎ সদা সত‍্যেরই পক্ষে বলা ।

রচনাকালঃ- রাত ১১.৫৪টা, বুধবার, ১৯ মাঘ ১৪২৮, ২ ফেব্রুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।