হে প্রভু দয়াময়...
আমার এই আকুলপারা প্রার্থনা তুমি
কবুল করবে নিশ্চয় ।
তোমার ঐ শেষ বিচারের কঠিন দিবসে
আমি আসামী হিসেবে দাড়াঁবো যখন
দোষী হয়ে হাজারো কর্ম দোষে ।
কোনভাবেই হয়তো সেদিন আমার আর
অত সুক্ষ বিচারে হবে না নিস্তার
এই পাপীটার হয়তো করবে কঠিন বিচার
কিন্তু তুমি তো মালিক করুণার আঁধার ।
তবুও আশা করি শুধু একটি মাত্র কারণে
আমায় দেবে ছাড় ।
যদিও নেই তো ভালো আখলাক আমল
যদিও কল্বকে রাখতে পারিনি সুনির্মল ।
ফলাফল হিসেবে পাবো বোধহয় জাহান্নাম
ভরসা তাই গাফুরুর রহীম যে তোমার নাম ।
হে প্রভু যেহেতু তোমার এই নশ্বর বিশ্বের সৃষ্টি
দেখেই আজও হয়ে আছি আত্মহারা ।
বর্ণিল প্রকৃতির তরুলতা-পাহাড়-নদী-সাগর
বিচিত্র পশুপাখি আর এক সৌম‍্য চেহারা ।
আমার বাল‍্যকাল কেটেছিল তোমার অপরূপ
প্রকৃতির এক মুগ্ধ দিওয়ানা হয়ে ।
আজ যদিও জীবিকার তাড়না কিংবা জুলুম
অধর্ম প্রতারণা ঠেলতে ঠেলতে যাচ্ছি ক্ষয়ে ।
কিন্তু কোন কিছুই দমিয়ে রাখতে পারেনি যে
তোমার প্রকৃতির প্রতি পরম ভালোবাসা ।
কয়েক জনমেও মিটবে না আমার সে আশা ।
যেহেতু সেই সুযোগ নাই,
তাই আমি যত পাপীই হইনা কেন শুধু এজন‍্যে
আমি তোমার সুনির্মিত জান্নাতে যেতে চাই  ।
গাছের পাতা ফুল বন সাগর পাহাড় নদী দেখে
মুগ্ধ মনে ঐ জীবন কাটাবার সুযোগ যেন পাই ।
হে প্রভু আর যাই করি না কেন তোমার সৃষ্টির
মাধুর্য‍্য দেখে তোমারই তো গুন গান গাই ।


রচনাকালঃ- সন্ধ‍্যা ৬.৫৬টা, বৃহস্পতিবার, ৫ জৈষ্ঠ ১৪২৯,
১৭ শাওয়াল ১৪৪২, ১৯ মে ২০২২,মিরপুর, ঢাকা  ।