রোম যখন পুড়ে নিরু নাকি তখন
বাঁশী বাজায় ।
আমার বাংলা যখন গন ধর্ষিত হয়
জাতির বিবেক তখন গান গায় ।
হায় ! হায় ! আমার বাংলাটা তবে
ভরে গেছে গাঁজাখোরের আস্তানায় ?
নাকি তারা কুলিন বলে ওসব কিছু
মাখে না গায় ?


আমার এ জীবনের যখন তোমাদের
মতো অত নেই দাম ।
খাই দাই আর ঘুরে বেড়াই যেহেতু
তেমন নেই কোন কাম ।
আমি তো আবার সমঝেও চলি না
কারা যদু মধু রাম সাম...
তাই অত শত না ভেবে চিন্তে এই
আমি অধমই এগিয়ে এলাম ।


আমায় কে কি শাস্তি দেবে দিক না
আমিই না হয় হবো বলির পাঁঠা ।
তোমরাই সমস্ত পদ পদবী নিয়েই
বসে থাকো লাগিয়ে আঠা !
তোমরাই খেয়ে নাও সব ঘি মাখন
আমি না হয় গিলবো ঘোলের মাঠা ।
চাঁছাছোলা করুক কান ঝালাপালা
তোমরাই গান শোনাও মিঠা মিঠা ।


রচনাকালঃ- রাত ১১.২৯টা, শুক্রবার, ১৭ পৌষ ১৪২৮, ২৪ ডিসেম্বর ২০২১, মিরপুর, ঢাকা ।