ঝন্টুর অপকর্মে মন্টু দিলে বাগড়া
       দুজনাতে চলছিল মারমুখী ঝগড়া ।


ঝন্টু - এই তুই মোরে চ্যানো, মুই ক্যাডা ?
       মোর দাদায় চহিদার মোরা
       আইনে মানুষ রে ব্যাডা............  
মন্টু - তয়কি, আচ্ছা কও দেহি তুই মোর
       হরবি কিডা ?
ঝন্টু - আগে তোরে ভাও মত পাইয়া লই,
        দ্যাগভানে মোর খেলা ।
মন্টু - আরে যা ব্যাডা তোর লাহান পোলা
       মুই কত দেখছি ব্যমালা ।
ঝন্টু - এই চুপ, বেশী কথা কইসনা কলম,
       ঘটনা কিন্তু ঘটাইয়া হালামু ।
মন্টু - তয় মুই কি হরমু ? এই হাত দুইডা
        পকেটে লইয়া আণ্ডা পারমু ?
ঝন্টু - এই ট্যাটাটা দ্যাখসস এইডা দিয়া
        গাইথ্যা দিমু, বুঝস না ?  
মন্টু - হেইয়া তুই পারবি, হের পরিণাম কি  
        হইব হেইডা যে জানস না ।
ঝন্টু - এই হোন মোর লগে আর বাড়াবাড়ি
        করিস না কলম ।
মন্টু - তুই হালা একডা মাথা মোডা, কোন
        হানকার বকলম ।  
ঝন্টু - তুই কিন্তু অহন তরি ঠিক পাস নাই,
        মোরা যে আইনের মানুষ ।
মন্টু - মনু তুই মোরে আইনের মানুষ আর
        দেহাইস না, যহন ধইরা দিমু ঢুষ
        তহন তোর হইভ্যানে হুঁশ ।  


শব্দার্থ- ক্যাডা = কে, চ্যান = চেন/ চেনা, চহিদার = চৌকিদার/ গ্রাম পুলিশ, হরবি কিডা = কি করবি, ভাও মত = সুবিধা মত, দ্যাগভানে = দেখবি, লাহান = মতন, ব্যমালা = অনেক, কলম = কইলাম/ বললাম, হালামু = ফালাবো, হরমু = করব, ট্যাটা = লোহার সূচালো দণ্ডগুচ্ছ দিয়ে বানানো মাছ ধরার যন্ত্র বিশেষ, হেইয়া = ওটা/ সেটা, হেইডা = সেটা, তহন = তখন, হইভ্যানে = হবে ।  


বিঃদ্রঃ সম্মানিত কবি ও পাঠকবৃন্দ, এটি বাংলাদেশের বরিশাল    জেলার আঞ্চলিক ভাষা । এই ভাষাতে ঝগড়া বেশ জমে তাই এই লেখা ।


রচনাকালঃ- রাত ১১.৩৮টা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪২৭,
             ৭ জিলকদ ১৪৪১, ২৯ জুলাই ২০২০, মিরপুর, ঢাকা ।