জীবনের এক চতুর্থাংশ সময় বরাদ্দ রয়
জীবিকার্জনের বিদ‍্যা অর্জনে ।
অতঃপর দুই চতুর্থাংশই কাটে উদয়াস্ত
মহাব‍্যস্ততার সনে শুধু অর্থ উপার্জনে ।


বাকী এক চতুর্থাংশ রোগ শোক হতাশায়
থাকতে হয় অন‍্যের নির্ভরতায় ।
তবে প্রভুর সর্বসেরা সৃষ্টি হয়েও জীবিকাই
কি জীবন হল সুন্দর এ বসুন্ধরায় ?


কিন্তু জীবিকার জন‍্য বন‍্য কিংবা অন‍্য কোন
প্রাণীরা কভু করে না তো চাষবাস ।
প্রকৃতির বুকে প্রভু তবু তাদের সবার খাদ‍্য
পানীয় যুগিয়ে যাচ্ছে বারোমাস ।


আর মানুষ বুদ্ধিদীপ্ত সেরা মস্তিষ্কটা নিয়ে
শুধু জীবিকার জন‍্যই করে যুদ্ধ ।
ওজনে কম পন‍্যে ভেজাল সুদ ঘুষ নতুবা
কারোটা ছিনিয়ে খেতেই উদ্বুদ্ধ ।


অথচ মানুষকে নাকি গড়েছিল প্রভু সৃষ্টির
সেবায় তার প্রতিনিধি রূপে ।
তাকে দেয়া সেই ধ‍্যান জ্ঞান অমূল্য সম্পদ
নিয়ে মুণ্ডুক হয়ে রইল সে অন্ধ কূপে ।


সাধের সেই মানুষ ধন সম্পদ টাকাকড়ি
বাড়ি গাড়ি বানিয়ে হতে চায় ধন‍্য ।
কাল্বীজ্ঞান ও অনন্য মস্তষ্কের জীবন নিয়েও
লিপ্ত মানুষ শুধু জীবিকার্জনের জন‍্য  !


রচনাকালঃ- রাত ১০.০১টা, বৃহস্পতিবার, ৪ কার্ত্তিক ১৪২৮, ২১ অক্টোবর ২০২১, ঠাকুরগাঁও ।