কাউকে ঠকিয়ে
আমি কভু জিততে যাইনি ।
কাউকে কাঁদিয়ে
আমি যে হাসতেও চাইনি ।
আশ্বাস দিয়ে
বিশ্বাস ঘাতকতাও করিনি ।
কিন্তু উপকার করে
কারো তো ভালোও হইনি ।
তাই আর ভাবি না
কি পেয়েছি কি বা পাইনি ।
জীবন যদিও তিক্ত
তবু জীবন থেকে পালাইনি ।


রচনাকালঃ- বেলা ১১.৩২টা, সোমবার, ১ ভাদ্র ১৪২৮, ১৬ আগষ্ট ২০২১, ঠাকুরগাঁও ।