জীবনে যদি তুমি হতে চাও সফল
    পড়াশোনায় করবে ভালো ফলাফল
        আলস্য কর না এর মারাত্মক কুফল ।


স্থির কর জীবনের একটি বড় লক্ষ
    কিছু কাজে নিজেকে কর অতি দক্ষ
        সৎ ছাড়া কভু কারো নেবে না পক্ষ ।


যুগের সাথে চলতে জানো বিজ্ঞান
    সেই সাথে অর্জন কর ধর্মীয় জ্ঞান  
        ধ্যান চর্চার মগ্নে বাড়াও কাল্বী জ্ঞান ।


ভুলেও করবে না কিঞ্চিৎ অহংকার
    করবে না নেশা জুয়া যেনা ব্যভিচার
        বন্ধু বান্ধব রাখবে না কোন দুরাচার ।


সমস্যা সৃষ্টি না করে করবে সমাধান
    কঠোরভাবে মানো স্রষ্টার বিধিবিধান
        মানুষ থেকে সর্বদা থাকবে সাবধান ।


আল্লাহ ছাড়া কাউকে কভু কর না ভয়
    পরনির্ভরশীল থাকা কখনো উচিৎ নয়
        আয় থেকে সব সময় কর কিছু সঞ্চয় ।


নিত্য সঙ্গী কর ভালো বন্ধু ভালো বই
    উস্কালে উঠো না গাছে টেনে নেবে মই
        পাওয়ার আনন্দে কভু করবে না হইচই ।


যত কম পারো করতে কোন অভিযোগ
    চারিদিকেই বজায় রাখবে জনসংযোগ
        সদা জাগ্রত থাকো হঠাৎ আসে সুযোগ ।


নিরবে করে যাও তোমার পছন্দের কাজ
    কিন্তু ছেদ দিও না কভু আরাধনা নামাজ
        অবজ্ঞা করবে না কখনও রাষ্ট্র ও সমাজ ।


প্রতিদিন করে যাও কিছু না কিছু দান
    সর্বদা ভাববে দুনিয়ায় রাখতে অবদান
        যা ভাবতেও পাবে প্রকৃতির সুপ্রতিদান ।


হৃদয়ে রাখবে ধর্ম সমাজের দায়বদ্ধতা
    চর্চা করবে সদা চিন্তা চেতনার বিশুদ্ধতা
        জীবনে আসবেই তবে কাঙ্ক্ষিত সফলতা ।।


রচনাকালঃ- বিকাল ৪:০৯টা, শুক্রবার,  ১৯ মাঘ ১৪৩০৷, ২ ফেব্রুয়ারী ২০২৪, মিরপুর, ঢাকা ।