তোমার জন্মদিনে.........
অনেক করে ভেবেছি আমি
কি উপহার আর দেব কিনে !  
সাধ্যের মধ্যে দেব যা
হয়তো তা যাবে ডাস্টবিনে !
সমাজের মান রক্ষায় যদি দেই
তবে ডুবে যাবো যে ঋণে......
নিশ্চয় তুমিই চরম চ্যথিত হবে
একদিন একথা শুনে ।
তার চেয়ে দোয়া করি মন খুলে
তুমি সুখী-স্বার্থক হবে জীবনে ।
এছাড়া দেবার যৌক্তিক কিছুই
আমি আর খুঁজে  পাইনে.......  


রচনাকাল-১৫/০২/২০১৮ ঢাকা।



আগেরই লেখা এই কবিতাটি আসরের স্বনামধন্য কবি এবং আমার আত্মিক বোন কবি আফরিনা নাজনীন মিলি আপুকে আজ তার জন্মদিনে উৎসর্গ করলাম । যার হাত ধরেই এই কবিতার আসরে আমার প্রবেশ । এজন্য আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ । আমরা একই গুরুর শীষ্য বিধায় আমাদের উন্নত দেশ ও জাতি নির্মাণে সংঘ চেতনার অনেক গুলি নীতিমালার এটাও একটা বিষয় "উপহার নামক বিড়ম্বনা থেকে মুক্তি" । আমরা উপহার নেওয়ার আসায় অনেক আচার অনুষ্ঠানের বিরক্তিকর আয়োজন করার একটা অমানবিক কালচারের মধ্যে ঢুকে পড়েছি । এ থেকে জাতিকে মুক্ত করার এমন নানা আয়োজন আমরা সফলভাবে চালিয়ে সমাজকে অনেক ব্যধি মুক্ত করতে পারছি ধীরে ধীরে । তারই আলোকে আমি এই কবিতাটি লেখাতে চেষ্টা করেছি ।