জনতার ভালোবাসা মমতায়
              নেতারা গিয়ে বসে ক্ষমতায়
যখনই স্বেচ্ছাচারিতায় করে চলে তারা নানান দোষ
নিরুপায় জনতা তখনই মনে মনে করে ফোঁস ফোঁস
              তাদের চেপে রাখা ঐ ক্ষোভ
মাঝে মাঝেই ছড়ায় বিক্ষোভ ।


নানা মাধ‍্যমে তা হলে প্রকাশ
              জনতাও দিনমান করে হতাশ
বাড়ে রোগব‍্যাধি উত্তেজনায় ফেটে পড়ে স্নায়ুকোষ
পারমানবিক বোমার মতো মজুদ হয়েছে জনরোষ
               কখন বিস্ফোরণ ঘটবে প্রচণ্ড
সবকিছুই হয়ে যাবে লণ্ড ভণ্ড ।


নিয়ন্ত্রণহীন প্রতিদিন দ্রব‍্যমূল‍্য
               আয় রোজগার নেই তার তুল‍‍্য
জনতা হাপিয়ে উঠে চালাতে পরিবারের খোরপোষ
ভালো বাদে মন্দে হলে নেতা সবার হয় আফসোস
               এটাই জনরোষের উৎপত্তিস্থল
কে যে কখন ভোগ করে ফল ।


তাই দেখি পান হতে খসলে চুন
               তেলেবেগুনে কেউ জ্বলে আগুন
মুহূর্তেই লঙ্কাকাণ্ড ঘটায় জনতা উজার করে জোশ
কিছু বুঝে উঠতে না উঠতেই মার খায় নন্দ ঘোষ
               প্রাকৃতিক দুর্যোগ হতে ভয়াবহ
স্বৈরাচারই সৃষ্টি করে এই আবহ ।


রচনাকালঃ- সন্ধ‍্যা ৬:৩৮ট, সোমবার, ২৩ জৈষ্ঠ্য ১৪২৯, ৬ জুন ২০২২ উত্তরা, ঢাকা ।