ওরে সব যুদ্ধবাজ
তোদের কি আর
নাইরে কাজ ?
এই যুদ্ধ যুদ্ধ হিংস্র
খেলা ছাড়া ।
কিছুই কি বুঝিস না
রে আর তোরা ?
এই দেশ ঐ দেশ
করে দখল ।
কি হবে রে বল ?
কখন কোথায় মরে
পরে থাকবে !
কেবা আর তোদের
খবর রাখবে ?
জুটলে জুটতে পারে
একটি ছোট্ট গর্ত ।
যার জন‍্যই কি তোরা
কাঁপাও এই মর্ত‍্য ?
ওরে সব যুদ্ধবাজ
বেতাজ বাদশা বনে
ক'দিন করবে রাজ ?
কোন একদিন
রক্ত দিয়েই শোধিতে
হবে রক্তের ঋণ !
যে জাতির জন‍্য কর
অন‍্য জাতি ধ্বংস ।
নিষ্পাপ মানুষ হত‍্যার
পাপে হবি যে নির্বংশ!
স্বজাতিরাও তোদের
মনে রাখবে ক'দিন ?
ইতিহাসেও সম্মানিত
তো হয়না কোনদিন ।
ওরে সব যুদ্ধবাজ
বড়ই নিন্দনীয় আর
ধ্বংসাত্মক এ কাজ ।
অর্থের শ্রাদ্ধ ঘটিয়ে
কিনছো মারণাস্ত্র ।
কটা মানুষের দিয়েছ
চিকিৎসা অন্ন বস্ত্র ?
পেলে সর্বোচ্চ সম্মান
এলো পরন্ত বেলা ।
তবুও শিশুদের মতো
খেলো যুদ্ধ যুদ্ধ খেলা ?
বিকৃত এমন খেলার
খায়েশ আজি বন্ধ কর ।
পারলে স্ব স্ব জাতিকে
মানুষের মতো গড় ।
সারা বিশ্ব কাঁদবে যে
তোদের মরণে ।
মরে গিয়েও সবে শ শ
বছর রাখবে স্মরণে ।


রচনাকালঃ- রাত১১:৪৯টা, ২৪ শ্রাবণ ১৪২৯, ৮ আগষ্ট ২০২২, মিরপুর, ঢাকা ।