এক মোল্লার রহস‍্যময় কর্মকান্ড শুনে
যেন ঝাপিয়ে পড়ল বিক্ষুদ্ধ জনতা ।
যখন খুন ধর্ষণ করে বড় মাফিয়া ডন
তখনই এল সবার সুনসান নিরবতা ।
আহা ! এটাই তবে আমাদের গর্বের
এবং আরাধ‍্যের আধুনিক সভ‍্যতা !
শুধু স্বীয় স্বার্থ সিদ্ধিতেই আমরা তবে
করি কি এমনই ভব‍্যতার ভনিতা ?

সকাল-১০.০০টা শনিবার, ১৮ বৈশাখ ১৪২৮,
১৮ রমজান ১৪৪৩, ১ মে ২০২১, মিরপুর, ঢাকা ।