হে কবিকূল কেউ কি জানেন আমার
কবিতায় কেন অমন কর্কশ ভাষা বলা ?
সর্বদা বিক্ষুদ্ধ করে তোলে যে আমায়
ঐ মুখোশধারীদের ছলাকলা ।
তাই ওদের জন‍্যই তো হয়েছি আজ
আমি কবি চাঁছাছোলা !
আমার যে হবেনা আর চাটুকার কিংবা
পোষ‍্যদের মতো পথ চলা ।
সোনার পদক চাইনা যে আমি চাই শুধু
ফিরে পেতে আমার সোনার বাংলা ।
কবিরা নাকি জাতির বিবেক তাই জাতি
জাগাতে যদি দ্রোহ না করে কবি ।
তবে সোনার বাংলায় নিমজ্জিত আঁধার
ফুঁটে কভু উদিত হবে না রবি ।
ইতিমধ্যে যত ব‍্যক্তিত্ব বেচেও দিয়েছে
স্বীয় স্বত্ব নেতা খেতা ধর্মগুরু সবি ।
এর সংস্কার তাই কবিরাই করবে যত
দিন না আসে আল্লাহর কোন নবী ।


রচনাকালঃ- রাত ১০.১৫টা, শুক্রবার, ২ পৌষ ১৪২৮. ১৭ ডিসেম্বর ২০২১. মিরপুর, ঢাকা ।