স্রষ্টা বড় ভালোবেসে মাটি দিয়েই
মানুষকে করল তার শ্রেষ্ঠ সৃষ্টি ।
শয়তান তা অমান্য করে দিল তার
উপর হিংসা বিদ্বেষের কুদৃষ্টি।


শয়তানের ধোঁকা থেকেই মানুষকে
বাঁচাতে স্রষ্টা দিল শ্রেষ্ঠ বিধান ।
মানুষ ঐ শয়তানেরই ধোঁকায় পড়ে
মনগড়া রীতিই করল প্রণিধান ।  


বানরের উত্তরাধিকারী বলেই বেছে  
নিলে মানুষ তার জীবন দর্শন ।
স্রষ্টার ঐ বিধানও ছুড়ে ফেলে দিলে
হবেই তো এত লুণ্ঠন খুন ধর্ষণ !  


এর জন্য দায়ী কে ? দায়ী তোমরা,
যারা স্বঘোষিত যত বুদ্ধিজীবী ।
নিজেকে যারা ভাবো জ্ঞানের পর্বত,  
আসলে তো উইপোকার ঢিবি !  


খুল্লাম খুল্লা বসনী নারীকে তোমরা
যদি সাহসী বলে উৎসাহ দাও ।
বুঝিনা সেই তোমরাই আবার কোন
মুখে সমাজে শান্তি শৃংখলা চাও ?


তোমরা উন্নয়নের ছলে লুট করতে
বাড়াচ্ছ বিশাল বিশাল বাজেট ।
তাই যুবাদের হাতে ধরিয়ে দিয়েছ
জুয়া নেশা আর স্মার্ট গ্যাজেট ।


মস্তিক মোদের কিন্তু শয়তানদেরকে  
যদি করতে দাও তার নিয়ন্ত্রণ ।
তবে তো বাড়বেই বেলেল্লাপনা কিবা
উন্নাসিকতা লুণ্ঠন খুন ধর্ষণ ।


চাবুক মেরে বা পাথর ছুড়ে ধর্ষকের
মৃত্যুদণ্ডই ছিল স্রষ্টার বিধান ।        
কোন ধৃষ্টতায় তোমাদের ঐ মনগড়া
আইনে তাদের বাঁচাও প্রাণ ?    


সমাধান ঐ একটাই ধর্ষকদের আশ্রয়
প্রশ্রয়দাতা সহ কারো ক্ষমা নাই ।
তারা নেতা কর্তা হোক যা-ই সবারই  
মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই ।


রচনাকালঃ- ভোর ৬.৫০টা, রবিবার, ২ কার্তিক ১৪২৭,
৩০ সফর ১৪৪২, ১৮ অক্টোবর ২০২০, মিরপুর, ঢাকা ।