আহা ! কতকাল ধরে কেটে কেটে খাল
আমি আনলাম এক মস্ত দানব কুমির
সে খেতে এখন হয়েছে উদ্যত মাতাল
বহু যত্নে গড়া আমাদেরই সাধের শরীর ।
আমার ঘর আর আমারই স্বজন সংসার
তুমি যে হেথা আমাকেই বানালে চোর  
আগে বুঝিনি এত নিষ্ঠুর চরিত্র তোমার  
তুমি যে হতে পারো এতটা হারাম খোর !  


অনাদিকালের অনাহারী ও ভয়াল দানব
মুখিয়ে থাকো সদা আমাদেরকেই খেতে
আমরাও সাধে চাইনা তোর জঠরে যেতে
না, ভয়ে লুকাবো না আমরা যে মানব ।
খেতে এসেছ যখন তো ঐ পশুদেরই খাও
পরে দেখি কিভাবে এখান থেকে পালাও ?  


রচনাকালঃ- দুপুর ১২.০২টা, মঙ্গলবার,
২৩ ফাল্গুন ১৪২৬, ১০ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা ।