হে আল্লাহ্ যতটুকু জেনেছি মানুষের সৃষ্টির রহস্য,
তাতে দেখি মানুষই তো সবচেয়ে অকৃতজ্ঞ !
অথচ সর্বনিকৃষ্ট বস্তু দ্বারা সৃষ্ট মানুষকে দেখালে
তোমার আরশ কুরশি, তাকেই বানালে বিজ্ঞ !


মানুষের জন‍্য গড়লে স্থায়ী বাস স্বর্গ নরক, তারা
তা ভূলে দুনিয়ার প্রেমেই রইল আকন্ঠ ডুবে ।
অবজ্ঞা ভরে অস্বীকারও করল তোমাকেই, তবুও
তুমি নিয়ত কর ক্ষমা কেউ আনেনি অনুভবে ।


তাই আনন্দে হাসতে আমার লজ্জা হয় সব সময়,
যদি একেবারে করেও ফেলি বিশ্বজয় ।
শত দুঃখ যন্ত্রনা বঞ্চনায় কাঁদতেও পারিনা, লাগে
তখন তোমার বিরাগ ভাজন হওয়ার ভয় ।


হে আল্লাহ্ আমলের খাতা খুলে দেখি দিব‍্য জ্ঞানে
পাপের পাহাড় গড়েছি, ক্ষমাও চাইতে জানি না ।
বরং হরদম করে চলেছি যে জুলুম নিজেরই সাথে,
চলেও যাচ্ছি বাহাদুরি ছেড়ে তবু ঈমান আনি না ।


ক্ষমা কর প্রভু । তুমি ক্ষমা করতে ভালোবাস, তুমি ক্ষমা শীল। আমি পাপী আমি আমায় ক্ষমা কর ।


রচনাকালঃ- সকাল ১০.৪৮টা, ১৫ ডিসেম্বর ২০২০,
মিরপুর, ঢাকা ।