মহাবিশ্বের স্রষ্টা ও প্রতিপালক মোদের প্রভু দয়াময়
তার কোন অংশিদার নেই, কেউ তার সমক্ষও নয় ।
কেউ তাকে জন্ম দেননি তিনিও নয় কারো জন্মদাতা
তিনিই ধন-মান-বিদ্যাদাতা বিপদেও উদ্ধার কর্তা ।


তাকে ছাড়া ডাকলে কিছু চাইতে কাউকে এটা শিরক    
এই পাপ ক্ষমাহীন প্রভু বলেছেন তার গন্তব্য নরক ।
তবু তিনি চাইলে করতে পারেন ক্ষমা তার এখতিয়ার
যা খুশি তিনি করতে পারেন কারো কিছু নেই বলার ।


অন্যের হক নষ্ট করা সবচেয়ে ভয়ানক অপর এ পাপ
সাতবার জন্মে শহীদী মৃত্যু হলেও পাবেনা সে মাফ ।
তিনি বলেন এই পাপ ক্ষমা করার তার নাই অধিকার  
তুমি তারই কাছে যাও হে পাপী সে যদি দেয় ছাড় ।


তবে কার কাছে যাবেরে লুটেরা কার কাছে চাবে ক্ষমা
কোটি জনতার সম্পদ লুটে অবস্থা করেছ যে রমরমা !
ওরে অভাগা কেড়ে খাচ্ছ অন্যেরই হক হয়ে ক্ষমতাবান  
সময় থাকতে পার পেতে তুই খুলে দেখরে কোরআন ।


রচনাকালঃ- সকাল ১০.২৪টা সোমবার, ১১ ভাদ্র ১৪২৬,
২৪ জিলহজ ১৪৪০, ২৬ আগস্ট ২০১৯, মিরপুর, ঢাকা ।