গাঁয়ের মানুষ আব্দুর রহমান
বড্ড রকমের আদর্শ নীতিবান
সদাই চলতে চায়  নিয়মনীতি  
বজায় রেখে সকল বিধিবিধান ।


বেচারা একদিন আসে শহরে
বলে দারোয়ানকে সম্মান করে
ভাই আমার রোগী আছে হেথা
আমি কি যেতে পারি ভেতরে ?  


চোখ রাঙিয়ে গফু দারোয়ান  
বলে আপনি এখানেই দাঁড়ান
ঠায় দাঁড়িয়ে দেখে সে, কেউ
কাউকে না বলে চলছে সটান ।


সাহস করে দারোয়ানকে বলে
ও ভাই আমার দোষ কি তাহলে
আপনার সামনে সবাই হন হন
করে যে আসছে যাচ্ছেও চলে ?


বলে দারোয়ান আমি ক্ষমতাবান
কিন্তু কেউ তো দেয় না সম্মান
আপনি তা দিলেন দেখে আমি
আমার ক্ষমতা করলাম প্রদান ।  


রচনাকালঃ- রাত ১০.৫৫টা রবিবার
৫ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৩ রমজান ১৪৪০
১৯ মে ২০১৯ মিরপুর, ঢাকা ।