হায়রে ক্ষমতা
তোমার জন্য কত যে
আমার হয় রে মমতা !


তোমার প্রবল প্রতাপে
কেন দলিত হয় মানুষ ?
তোমাতে সওয়ার হলে
থাকে না কি কারো হুশ ?


তোমার আসনে বসলে
বুঝি অন্ধ হয় অধিপতি ?
উর্দ্ধমুখী বানিয়ে তাকে
ভোলাও তার পরিণতি ?


তাই ধরাকে সরাজ্ঞানে  
ভাবে তার দাস জনগণ ।
যার অভিশাপে জনতার  
দাস বনে তারই স্বজন !


ক্ষমতার দাপটেই তারা
ভুলে ঐ করুণ ইতিহাস ।
দর্প একদা চূর্ণে হবেও
ভাগ্যের নির্মম পরিহাস ।


তাদের ঐ স্বজনেরা পরে
পায় না যে আর সমতা ।
ওহে ক্ষমতা, তোমার
জন্য তাই হয়রে মমতা ।


রচনাকালঃ- রাত ৮.২৩টা ৯ শ্রাবন ১৪২৬,
২০ জিলকদ ১৪৪০, ২৪ জুলাই ২০১৯ মিরপুর, ঢাকা ।