কেবা কিভাবে যে আজকাল হঠাৎ হয়ে উঠছে ধনী
হাটের সেরা পশু কিনে পাল্লা দিয়ে করে কোরবানি
           মালামাল কামিয়ে লালে লাল
          বুঝে নাতো এরা হারাম হালাল
তাই কোরবানি নিয়েও করে হাল ফ‍্যাশনের ফুটানি ।


কোরবানি মানে ত‍্যাগ আর তা করতে হয় সন্তর্পনে
কিন্তু এরা পশু দেখায় প্রকাশ‍্যে গোস্ত ভরে গোপনে
           সারা বছর ভরেই খাবে গোস্ত
           শুধুই আত্মীয় স্বজন বন্ধু দোস্ত
খায় সকাল বিকাল আর ভুগে অকাল ব‍্যাধি মরণে ।


কোরবানি আর কজন করে দেখায় শুধু টাকার গরম
লুটের টাকায় ধর্ম পালন নাই যে ওদের লজ্জা শরম
           ওরা জীবনভরই করেছে কুকর্ম
           ভাবে টাকা দিয়েই কিনবো ধর্ম
পাপ পঙ্কিলতায় দেমাগ যে ওদের বিগড়েছেও চরম ।


পাপের টাকা তো পরে ঋণগ্রস্থেরও হয়না কোরবানি
এসব করার আগেই ঠিকঠাক ভাবে ধর্মটা তো জানি
            নয়তো তোমার টাকাটাও যাবে
            উল্টো আরও মহাপাপ কামাবে
সমাজে হলে জানাজানি তোমার হবেও সম্মান হানি !


রচনাকালঃ- রাত ১১:৫৬টা, বৃহস্পতিবার, ২৪ আষাঢ় ১৪২৯, ৭ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা  ।