এত্ত কি সব লিখে চলেছ হে কবি
যত্তসব বস্তা পঁচা সস্তা কথা এনিয়ে বিনিয়ে ?
কিইবা ওসব বলে যাচ্ছ তুমি
দুর্বল চিত্তে মৃদুস্বরে কিনকিনিয়ে মিনমিনিয়ে ?


শুধু প্রেম পিরিতির পেনপেনানি
আর কত করবে শুনি অলির মত গুনগুনিয়ে ?
প্রভুর বরপ্রাপ্ত বার্তাবহী হয়েও
হে কবি কেন লুকোচুরি খেলছ সত্যটা নিয়ে ?


সত্য বলে যা জেনেছ বুঝেছ তা
বজ্রকন্ঠে ঐ পাপী শাপীদের দাও না শুনিয়ে ।
বিপর্যস্ত সমাজটার পালে হাওয়া
না দিয়ে, ঐ সত্যের পথটা দাও হে চিনিয়ে ।


দেখ না তোমার দেশ-জাতিকে
ঐ শোষক দল ধুলোয় লুটাচ্ছে অস্ত্র হানিয়ে !  
আর নিরুর মত তুমি প্রেমের
বাঁশি বাজাচ্ছই শুধু সুমধুর মরমী সুর টানিয়ে ?  


অসির চেয়েও শ্রেষ্ঠ মসি তোমার
তবুও নিজেকে নেবে পাপীদের দাস বানিয়ে ?
কবি তুমি নও শুধুই তোমার, তুমি
জনতার, তাই বাঁচো না আর অন্যায় মানিয়ে ।    


শিরদাঁড়া খাড়া করে বীরত্বের
সাথে লিখো হে কবি সারা দুনিয়াকে জানিয়ে ।  
তুমি জন্মাবে না বারবার, জন্ম দাও  
কবিতা তোমার যা নেবে পাপীর জিভ ছিনিয়ে ।  


রচনাকালঃ- দুপুর ০১.০১টা রবিবার,
১৭ ফাল্গুন ১৪২৬, ০১ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা ।