কারো কাছে পরম শ্রদ্ধাশীল
কারো কাছে এক উন্মাদের নাম কবি ।
কেউ তাকে করে তুচ্ছতাচ্ছিল্য
কেউ বলে এরা সমাজের উষার রবি ।
তবে যে যাই বলে বলুক তাকে,
সে যে ডুবুরী রত্নকার চিত্রকরসহ সবি ।

সে সাগরের অতলান্তে ডুবে
তুলে আনে মণিমাণিক‍্য কঠোর শ্রমে ।
সেই রত্নরাজির নান্দনিকতা
এনে দিয়ে গাঁথে মালা শৈলীর চরমে ।
আবার সমাজ সুরক্ষায় বিদ্রোহী
হয়ে উঠে শত্রু নাশে প্রবল পরাক্রমে ।

ন‍্যায় ইনশাফে হুসিয়ার করে
বিচারকের আসনে বসে চালায় হুকুম ।
আবার বঞ্চিতের পাশে বসে
তার মলিন বদনে মমতায় দেয় চুম ।
সাথে ধর্মবাজ কিংবা ধর্মহীন
এবং দেশ নেতাদের কেড়ে নেয় ঘুম ।

চলবে....

রচনাকালঃ- রাত ১১.৫৭টা, বুধবার, ৯ আষাঢ় ১৪২৮,
২৩ জুন ২০২১, মিরপুর, ঢাকা ।