লোকেরা প্রায় বলাবলি করে বয়সের
শেষে কবিরা নাকি ভাতের কষ্টে মরে !  
তবে কবির সমকালে দুধেভাতে যারা  
ছিল আজ কে তাদেরকে স্মরণ করে ?    


খেয়েও মানুষ মরবে না খেয়েও তো
মরবে, ভাবো মরেও কে বেঁচে রবে ?
খেয়ে মরার জন্য এ জীবন নহে বন্ধু
শুধু স্মরণীয় হয়ে থাকা চাই এ ভবে ।  


এ জন্মই তো শেষ নহে অনন্ত কালের
জন্য পুনর্জন্ম তোমার হবে গো আবার ।
তাই যারা অমর হতে চাই তবে করিনা
খাইখাই স্বর্গেই পাবো অফুরান খাবার ।


কবি তোমার একটা পেট কিংবা এক
সংসার আর নাই বা চলুক সবার মত ।  
কর্মে তুমি বেঁচে রবে শত সহস্র বছর
দুধ-ভাতীরা হয় যে জীবদ্দশায় বিস্মৃত !      


রচনাকালঃ- ৫.২৮ টা রবিবার ৯ আষাঢ় ১৪২৬,
১৯ শাওয়াল ১৪৪০, ২৩ জুন ২০১৯ মিরপুর, ঢাকা ।