কবিতা লিখবো কবি হবো এই ছিল
আমার সুকুমার এক স্বপ্ন সাধ ।
কিন্তু আমার সভ‍্য সমাজে এটা যেন
বেমানান বড় একটা অপরাধ ।
তাতে তো আমার একান্ত ইচ্ছাটাকে
আর গলা টিপে মারতে পারিনা ।
তাই সবারই চাহিদা চুকিয়ে লুকিয়ে
লুকিয়ে করি কবিতার সাধনা ।
একে তো করি টানটান উত্তেজনাকর
পোশাক শিল্পের ব‍্যবসা ।
তদুপরি পারিবারিক সেই ব‍্যবসাটায়
করোনায় হয়েছিল করুন দশা ।
যেখানে কাজ ছাড়া যে চলে না ভিন্ন
আর কোন কথাবার্তা ।
সেখানে কবিতা ও কবিকে উপহাস
বিদ্রূপে করে আলুভর্তা ।
আবার নেতা পাতিনেতাদের হুমকি
ধামকি তো নিত‍্যদিনের ব‍্যপার ।
তবুও ঘুম ঘুম চোখে নিত‍্যই কবিতা
লেখার চর্চা চলে এই ক্ষ‍্যাপার ।
সময়াভাবে তাই কোনমতে ভাই ঐ
একটি কবিতা লিখে দেই ছেড়ে ।
সদয় মন্তব‍্য দাতাগনকেও জানাতে
প্রতি উত্তর, আর উঠিনা পেড়ে ।
তাই দিনকে দিন পাঠক কিবা কবি
কূল ফিরিয়ে নিয়েছে মুখ ।
কবিতা লিখা নিয়ে আছি যেন উভয়
সংকটে পাইনা মোটে সুখ ।
এখন সবায় শুধু চায় বিত্তশালীদের
সাথেই সখ‍্যতা গড়তে ।
কেউ চায়না আর ওসব ভাবুক কবি
টবিদের অযথা পিছু ধরতে ।



রচনাকালঃ- রাত ১১:৫৬টা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪২৮, ১৫ সেপ্টেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।