আজকাল এটাই নাকি হয়ে দাঁড়িয়েছে
এই কলি যুগের হালচাল !
বর্ণবাদে সবে সোচ্চার তবে করা যায়
যেন মুসলিমকে গালাগাল !
ইসলামকে কটাক্ষ করতে পারা মানে
নিজেকে মুক্তমনার প্রকাশ  ।
তাদের ধারণা তাছাড়া হয় না বুঝিবা
মোটেও প্রতিভার বিকাশ ।
ইসলাম মানেই তো জঙ্গিবাদ মুর্খদের
কীর্তি আর ওরা অভিজাত ।
তাইতো যখন তখন যাচ্ছে তাই বলে
ওরা করতে চায় বাজিমাৎ ।
কারণ ওরা যে ধর্ম বলতেই বুঝে রং
তামাশা নাচগান, মদ‍্যপান !
ধর্মের মর্ম তাই ওরা বুঝছে না বলেই
গুমরাহ্ ওদের অন্তর চক্ষু কান !
মানবতার দোহাই দেয়না যে বেহুদাই
ওটাই ওদের সুরক্ষার ঢাল ।
এই খবিশ খলরাই পাপাত্মার খাশেয়
মিটাতে দুনিয়াটাকে করছে বেহাল ।
ওরা জাতেই মাতাল কিন্তু তালে ঠিক  
স্বৈরশাসককে ভুলেও করেনা কটাক্ষ ।  
বরং সরকার তার দরকার মতো এই
কুলাঙ্গাদেরই প্রায়শই নেয় পক্ষ ।
আধুনিকতার ভাবধারীরা ইসলামকে
ভাববেই ওদের প্রতিপক্ষ ।
কিন্তু প্রকৃত আধুনিকদের ইসলামের
জন‍্য সদা ব‍্যকুল থাকে বক্ষ ।


রচনাকালঃ- রাত ১১.৫৫টা, ৩০ জৈষ্ঠ ২৪২৯. ১৪ জুন
২০২৩, মিরপুর, ঢাকা  ।