যদিওবা আমরা জানি  
ত‍্যাগ মানে কোরবানি
তবুও কি এর মর্মবানী
কেউ যথার্থভাবে মানি ?


তালে তালে যেন সবে
গোস্ত খাবারই উৎসবে
কোরবানি করছি তবে
খটকা লাগছে অনুভবে ।


আল্লাহর গোলাম হতে
তুলনা কি এর চাইতে
তাকে জীবনে পাইতে
এ উৎসর্গ চাই করতে  ।


উৎসর্গই স্রষ্টার পছন্দ
উৎসর্গে মেলে আনন্দ
উৎসর্গই ঘোচাবে দ্বন্দ্ব
উৎসর্গে বন্ধ হবে মন্দ ।


কোরবানি মোটেই নয়
প্রদর্শনের কোন বিষয়
আল্লাহকে করবো ভয়
যিনি সব দেখে নিশ্চয় ।


জানলে ত‍্যাগের শিক্ষা
কঠিন হবে না পরীক্ষা
চাই তেমনই তিতিক্ষা
কোরবানির নিই দীক্ষা ।