করোনা কারে যে কখন ধরে কারে যে ধরেনা
ভরেনা মন অনু হয়েও আতঙ্কিত কম করেনা ।    
ঘুরছে চারপাশে হন্যে হয়ে একে ওকে ধরছে
দেদারছে সবদিকে স্বজন পরিচিত জন মরছে ।


কাছাকাছি করোনা সর্বদাই খেলছে কানামাছি
মিছেমিছি প্রতিরোধ শুধু করুনায় বেঁচে আছি ।
অজ্ঞতা বশত তবু দেখাইনা প্রভুকে কৃতজ্ঞতা
বিজ্ঞতা প্রমাণে পেশ করছি নানান অভিজ্ঞতা !


সেনা সে যে প্রভুর দেমাগে কারোই আসে না  
ভাসে না দৃষ্টিতে ঘাতকটা কিছুতেও ফাঁসে না ।        
মরছি মুহূর্তে যদিও না ধর্মানুভাব কেউ করছি !
ধরছি লোভে সবই আর পাপের পাহাড় গড়ছি ।
  
রণসাজ সেজে হে মোড়ল গণ্ডগোল কর সমাজ
আজ শুধু নিজেকে বাঁচাতেই করছনা কত কাজ ?  
প্রতিজন আজও যার যার পথে চলার করি পণ
সমন এলো দ্বারে মৃত্যুর তবুও করি না সমর্পণ ।


রচনাকালঃ- রাত-১১.৩৪টা, ৯ বৈশাখ ১৪২৮,
৭ রমজান ১৪৪৩, ২২ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।