শুধু জৈবিকতার অশেষ চাহিদা মিটাতে হে মানুষ
অবলীলায় অন‍্যেরটাও করছ দখল ।
চর দখল ভূমি দখল সহায় সম্পত্তি দখল থেকে
শুরু করে করছ দেশও দখল !
ঐ দখলদারিত্বের প্রতিযোগিতায় নেমে তুমি তো
কোথাও কোথাও হয়েছ ভীষন খল ।
এসব করে কি লাভ হবে বল ?
অবেশেষে অপাত্রে দান করে যে সবি যাবে ছেড়ে
দুনিয়াতেও ভোগ করবে কর্মফল ।
একই শ্রম ও মেধা খাটিয়ে অমরত্ব লাভে সচেষ্ট
হতে যদি করতে সবার হৃদয় দখল ।
তবেই না হতো তোমার আত্মিক মুক্তি ইহকালীন
পরকালীন জীবন হতো সার্থক সফল ।


রচনাকালঃ- সকাল- ৯.০৯টা, শুক্রবার  ৮ জানুয়ারি ২০২১,
ঠাকুরগাঁও ।