কোথায় বেকার রে ভাই কোথায় বেকার
সেই দিন কি মোদের এখনও আছে আর ?  
ব্যস্ত সবাই মস্ত ফোনে এমবি কিনে চালাচ্ছে
ইন্টারনেট ফেসবুক ইমো টুঁইটার ভাইভার।
আদবের সাথে মাথা নুইয়ে নিজেকে শঁপে
বিশ্বে দ্বিতীয় স্থানে এনে দিয়েছে যারা দেশটার !

তারা স্বশ্রমে ঘামে ঘুম কামিয়ে আনল পদবী,
ছিঃ ভাই ছিঃ তাদের কি না তুমি বল বেকার ?
অসাধ্য সাধন করেছে সোনার সন্তানেরা,যাদের    
ফেসবুকের বুকে, নেটে ঘেঁটে বিচরণ দুর্নিবার।
স্বদেশকে দ্বিতীয় করার বিজয়ী এমন মুকুটটি
মাথায় এনে দেবার বাঙালি ছাড়া সাধ্য কার ?


বাবা তো উদয়-অস্ত করছেনও আয়-রোজগার,
মমতাময়ী মায়ের যত্নে তিন বেলা রান্না খাবার।  
তাইতো সম্ভব এমন মননশীল কাজ একাগ্রচিত্তে
করার, যেহেতু তাদের আর নেই কোন দায়ভার !
অর্থ কামানো সংকীর্ণতা, ধর্মকর্মে নাকি ধর্মান্ধতা,  
তারা যে এ যুগের সন্তান বড্ড আধুনিক উদার !


তারা তো সবাই যে যার মত ব্যস্ত বুঁদ, খুঁজে না
কোন কাজ, স্তব্ধ সমাজ, কি দরকার চঞ্চলতার ?
তারা নাইবা করুক আয় রোজগার ব্যয় তো করছে
কোটি হাজার, এ দেশের অর্থে শীর্ষস্থান বিশ্ববেনিয়ার !
এটা নয় কি বিশ্বজয় ? নয় কি অকর্মণ্যের পরাজয় ?
তবু কেন অপবাদ দিচ্ছ তাদের বলে বেকার বেকার ???  
  
রচনাকালঃ- বিকাল ৫.৫৫টা
সোমবার ০২/০৭/২০১৮ ঢাকা ।