উজার করে প্রাণ যে না করে দান
সবাই ঘৃণা ভরে বলে তারে কৃপণ ।
আছে যত ধন তার ঐ নিকৃষ্ট মন
আজীবন আগলে রাখার করে পণ ।


নিজেও খায়না কাউকেও দেয় না
যেন নিয়ে যাবে সব তার কবরে ।
এমন ধন করে অর্জন হয়না কেউ
সুখী এইটাই নাই যে তার খবরে ।


সে এটাও জানেনা কেউ যদি জ্ঞানী
হয়েও হয় কৃপণ সে প্রভুর দুশমন ।
পক্ষান্তরে পাপীও যদি দানশীল হয়
বরং তাকেই প্রভু করে করুণা বর্ষণ ।


প্রভুর দুশমন সেজে ধন অর্জন যে
করে আছে কি তার মত হতভাগা ?
রোগশোকে ভুগলেও কৃপণ ঐ ধন
হয়না তার চিকিৎসারও কাজে লাগা ।  

রচনাকালঃ- সকাল- ৮.২১টা, শনিবার, ২০ চৈত্র ১৪২৭,
৩ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।