তোমাদের এই রাজনীতিটার গালে আমি
কষে করি চপেটাঘাত ।
আজ তারই জন্য একে একে বলি হচ্ছে
আফিয়া থেকে নুসরাত ।


তার জন্যে বিদ্যাপীঠ কিংবা কর্মস্থলগুলো
হয়েছে কারো হেরেমখানা ।
এই রাজনীতির জন্যই সামান্য দারোগাও
দেখায় তুঘলকি ঔদ্ধত্যপনা !


করবে সমকামিতা গনধর্ষণ নাকি জোচ্চুরি
কর, তবে চাই শুধু ভোট ।
তাই তো সর্বভুক শয়তানেরা সবাই নেতা
খেতা সেজে বেঁধেছে জোট !  


মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক পিয়ন
পুলিশ নিয়োগ হয়না দলীয় বিনা ।
সঙ্গত কারণে তারা তো ভাবতেই পারে
দেশটা তাদের বাপ দাদার কিনা !


নারী যদি দণ্ড মুণ্ডের কর্তা হয়েও সেজে
বসে থাকে মহারাণীর বেশে ।
তবু কেন নারী নিগ্রহতা ধর্ষণ হত্যা বেড়ে
চলেছে বিশ্বের দেশে দেশে ?


বোন নুসরাত তোমায় দগ্ধ হত্যার ঘটনা
দেরী হবেনা নতুন ঘটনায় চাপা দিতে ।
শুধু এই রাজনীতির জন্য ঘটনার নায়কেরা
দিব্যি বেঁচে থাকবে বহাল তবীয়তে ।


ক্ষমা করবেনা তুমি ঐ সকল কাপুরুষদের
যারা ঘটনাগুলোর নিরব দর্শক ।
জেনে রাখো, ওরাও কোন সভ্য ভব্য নয়
ওরাও যে স্বার্থপর কামুক ধর্ষক ।


রচনাকালঃ- রাত ১২.৩২টা বৃহস্পতিবার, ৫ বৈশাখ
১৪২৬, ১১ শাবান ১৪৪০, ১৮ এপ্রিল ২০১৯ মিরপুর, ঢাকা ।