আমি চিনি গো চিনি ভালো চিনি
তোমায় ওগো লাস‍্যময়ী ললনা ।
মন ভোলানোর অমন মিষ্টি মিষ্টি
কথা কারো সনে আর বল না ।


তুমি তো বেজায় প্রেমে পটু তাই
একটা সংসারও টিকে র'ল না ।
তবুও যারে দেখ তারেই বল এই
আমরা মধুর প্রেম করি চল না ।


গুদাম ভর্তি প্রেম পীরিতি তোমার
কারো সনে হয় কি কভু তুলনা ?
বুঝেছি রূপের ঝলক শেষ না হলে
বন্ধও হবে না এই প্রেমের ছলনা ।


তোমার ঐ রূপ করেছে কুপমুণ্ডুক
তোমায় কারো হাওয়ায় ফুলনা ।
তুমি যাই কর আর নাই কর ভাই
শেষের পরিণতিটা কভু ভুলনা ।


অতি লোভে তাতী নষ্ট তাই বুঝি
তোমার পরকাল ভালো হল না ।
কারণ এতো দেখো মন্দ পরিণাম
তাও তো কিছুতেই তুমি টল না ।


রচনাকালঃ- রাত  ১১.৫০ টা, ২৫ ফাল্গুন ১৪২৮,
৯ মার্চ ২০২২, মিরপুর, ঢাকা ।