ব‍্যবসা কিংবা চাকুরীতে হাজারো  
সীমাবদ্ধতা করছে বিরাজ  ।
পাল্লা দিয়ে বেকারত্বও হু হু করে
বেশুমার বেড়ে যাচ্ছে আজ ।
হতাশায় নিরুপায় বড় বিপজ্জনক
পথে হাঁটছে যুব সমাজ ।
অভিভাবকেরা সন্তানের ভবিষ্যত
চিন্তায় কপালে ফেলছে ভাঁজ !
অপরাজনীতির কুফলে বাড়ছে যত
ঠকবাজ তেলবাজ ধর্মবাজ ।
কিসে সমাধান ? সমাধান একটাই
বেছে নেবো মন পছন্দের কাজ ।
করবো সৃষ্টি নিজ পরিচয় করবোনা
সংশয় যেমন দেই ইচ্ছেমত সাজ ।
কেন দ্বিধান্বিত ? পশ্চিমা পোশাকে
চলতে যেমন করি না লাজ !
স্বমহিমার ঘটাতে বিকাশ করবোনা
কারো অনুকরণ হবোনা ফাঁকিবাজ ।
প্রবল আগ্রহের কাজটি বেছে করলে
পরেই মাথায় শোভিত হবে তাজ ।
যেমন স্বীয় কাজে কিংবদন্তি মাদার
তেরেসা বা আমাদের সাইখ সিরাজ ।
সমাজে আছে অবারিত কাজ, তারই
কোন একটা করতে উদ‍‍্যত হই আজ ।
দশজনের কল‍্যানে কিছু করলে হতে
হয়না জীবিকার জন‍‍্য অত চালবাজ ।


রচনাকালঃ- রাত ১১:২২টা, বৃহস্পতি  বার, ২১ শ্রাবণ ১৪২৮,
৫ আগষ্ট ২০২১, মিরপুর, ঢাকা ।