দেশের প্রতিটি ঘরেঘরে; প্রতিশ্রুত চাকরির বদলে আজ ঢুকেছে মাদক,
অবশেষে সরকার, দেশব্যপী শক্তহাতে গড়বে নাকি তারই প্রতিরোধক !
মহাসমারোহে চলছে; প্রচার প্রচারণার পটকাবাজি, বাজাচ্ছে বাদ্যি বাদক।


রণসাজে সেজেছে দেশের সর্বত্র; আইন শৃংখলা রক্ষার প্রশিক্ষিত প্রশাসন,
ক্রসফায়ারে কারে কারে মারেও তারা; চালাচ্ছে যেন তাণ্ডবের তমুল ত্রাসন,  
অভিযান শতভাগ সফল হচ্ছে বলে; তারা মিডিয়ায় দিচ্ছেও কান ফাটা ভাষণ।  


মাদকের মরণ নেশায়; যখন যুব সমাজের টিকে আছে শুধু ধংসাবশেষ,  
তখন শুনি, উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে; এগিয়ে যাচ্ছে দেশ,
প্রহসনেরও বুঝি মচ্ছব হয়, সোনার বাংলায় হচ্ছেও যেন তার কীর্তি অশেষ ।  

ওদিকে যৌথ বাহিনী দিয়ে, ঘরেঘরে খুঁজছে মাদক ব্যবসায়ী; জ্বালিয়ে লণ্ঠন,
কিভাবে কোথা হতে আসছে এসব; তারা গলদঘর্ম করে করবে রহস্য উদ্ঘাটন,
তারা নিয়েছে নাকি ব্রত; দেশ জুড়ে মাটি খুঁড়ে, মাদকের করবে সমূলে উৎপাটন।


সারা দেশে জাল বিছিয়ে তারা; ধরবে বলে মাদক ব্যবসায়ী জ্ঞাতিগোষ্ঠী শুদ্ধ,
আসলে আরো বিরোধী দমন আরো লুণ্ঠন; করতেই করছে নাকি কথিত এই যুদ্ধ,
অথচ মাদক আসার চিহ্নিত পথগুলো, তারা কোনদিনও করবেনা মোটেও অবরুদ্ধ।


তাইতো শুনি, স্রোতের ন্যায় ইয়াবা-গাঁজা; হেরোইন-ফেন্সি; দেশে ঢুকছে অদ্যাবদি,  
যার বদান্যতায় হচ্ছে এসব; সবার মুখে মুখেই সেই নাম- এম পি আব্দুর রহমান বদি,  
যুবার তেজও নাশে অজস্র আয়ও প্রতি মাসে, এভাবে সে নাকি টেকাচ্ছে সরকারের গদি।


বিষ বৃক্ষ বাঁচিয়ে রেখে কটা পরজীবী গাছ ছেঁটে এ যেন হচ্ছে শুধু তার আগাছা দমন,
ছলাকলার এ রাজনীতিতে এমন সোনার ছেলেদেরই আজ বুঝি একটু বেশী প্রয়োজন,  
হায়রে জনগন, তোমাদের নিয়ে কত যে খেলা চলবে আর কতকাল, কত যে হবে প্রহসন !!!

    
রচনাকালঃ- ০৭/০৬/২০১৮ ঢাকা ।