যত ব‍্যভিচারি নরনারী স্বীয় খায়েশ মিটাতে
তারা যাচ্ছে যেন সব কিছুতে সীমা ছাড়ি ।
ধর্মান্ধরা আর কতটুকুই বা করে ? ধর্ম নিয়ে
আজকাল এরাই বেশী করে বাড়াবাড়ি  !


কেননা আজ তাদের আর কেউই বাঁধা হয়ে
দাঁড়ায় না তারা যতই করুক না কুকর্ম ।
একমাত্র ধর্মই তাদের বাঁধা দানকারী বলে
তারা এখন বদলাতে চাইছে প্রভুরই ধর্ম !


এই একটি বিষয় তাদের সুখ স্বর্গে যে কাবাব
মে হাড্ডি তাই তারা তার প্রতি বেজায় রুষ্ট ।
কারণ তাদের সমমনা সকল দুষ্টের দল আইন  
সংজ্ঞা অর্থদানে তাদেরকে করে মদদপুষ্ট ।


তারা মানবতাবাদী তারাই আধুনিক তারাই যে
প্রগতিশীল যেন শুধু কামুকতার জন‍্য !
সুন্দর নরনারীর জন‍্যই তাদের যত ভালোবাসা,
বিজ্ঞাপনে তাই নারীকেই করে পন‍্য ।


তাদের শুধু ভালোবাসাটাই দেখে যে সবাই কিন্তু
কেউ দেখে না কজনের জীবন বিপন্ন করেছে ।
কতজনে তাদের ভালোবাসা শেষে সবই বরবাদ
হয়ে খুন ধর্ষন আত্মহত্যায় মরেছে ।


যারা বেঁচে আছে তারা যে সেজে আছে সবাই যেন
জিন্দালাশ অকর্মন‍্য উম্মাদ নেশাগ্রস্থ ।
ঐ মানবতাবাদী ভালোবাসার বুলবুলিদের দেখিনা
কভু কিছু করতে যারা অসহায় দুস্থ ।


অতএব সাধু সাবধান ঐসব ব‍্যভিচারী নরনারীরা
পড়েছে যে সুরক্ষাকারী সুন্দর বর্ম ।
কুকর্ম করার মানসে তাই তো প্রভুর ধর্মের বদলে
প্রতিষ্ঠিত করতে চায় ভাওতাবাজির মানব ধর্ম ।


রচনাকালঃ- ৫.১০টা, শনিবার, ২ অক্টোবর ২০২১, ১৭ আশ্বিন ১৪২৮, ঠাকুরগাঁও ।