মানবাধিকার ও আমার মানবাধিকার.........
বলতো তুমি আসলে কার ?
মুসলিম নারীকে কিসের অন্ধকার থেকে করতে
উদ্ধার, তুমি মায়া কান্নায় যতটা সোচ্চার ?
অতটা সোচ্চার হতে দেখলাম না তো সংখ্যালঘু
মুসলিমদের দেশ দেশে নির্মম হত্যা করার তরে
তোমায় করতে কোন প্রতিবাদ কিংবা প্রতিকার !


ফিলিস্তিনে প্রতিদিনে স্বদেশে পরবাসী হয়ে মরে
মানুষ পাখির মত, তোমায় দেখিনি তো আজও
তা বন্ধ করতে, করলেও না ন্যায় বিচার !  
বসনিয়া, চেচনিয়ায়, চিনে মরল লাখো মুসলিম
তখনও তো দর্শকের সারিতে তুমি নির্বিকার !  


এইতো সেদিন বিশ্ববাসীর চোখের সামনে নিরীহ
মুসলমানের উপর স্মরণকালের ভয়াবহ পৈশাচিক
হত্যা যজ্ঞ করল ঐ দস্যু দেশ মিয়ানমার ।
তখন কি ভুমিকা ছিল তোমার ? কিচ্ছুই করতে
তো দেখলাম না বুঝলামও না তুমি আসলে কি
ছিলে তখন; কারো দালাল নাকি ভাঁড় ?  
আজও করলেনা তো কোন দৃষ্টান্ত মূলক সুবিচার ?


এসবে উল্লেখযোগ্য কোনই ভুমিকা নেই তোমার,  
তুমি শুধু কর ঐ একটাই চিৎকার............
মুসলিম নারীকে হিজাব পর্দা ধর্মীয় শিক্ষা থেকে
কি করে অমানবিতার ধোঁয়া তুলে তাদের বাইরে
আনা যায় করছ শুধু তারই কারবার !  


অথচ ঐসব মুসলিম নারী বাড়িতেই ছিল ধন্য
এখন তো দেখি তারা শুধু বাজারের ভোগ্যপণ্য
লুটিলে তাদের ইজ্জত আর ভাঙলেও সংসার....?  
যদিও ইসলাম সব ধর্মের চাইতে নারীকে বেশী  
দিয়েছে দাম, তবে তোমার কেন দরকার ?
আমার মত কোটি মুসলমানের বড় প্রশ্ন আজকে
হে মানবাধিকার বলতো তুমি আসলে কার ?  


রচনাকালঃ- রাত ১০.৪২টা রবিবার ২০ শ্রাবন ১৪২৬,
২ জিলহজ ১৪৪০, ৪ আগস্ট ২০১৯ মিরপুর, ঢাকা ।