আমেরিকার ছাগলগুলো কখনও
হ‍‍্যামবার্গার খায়না ঘাসই খায় ।
বাংলাদেশের ছাগলগুলোও তাই
মাছভাত খায়না ঐ ঘাসই খায় ।
কেইবা জানে তারা কে ইংলিশ
বলে আর কে বাংলায় বলে ।
কিন্তু তাদের একত্র করলে তারা
সবাই মিলেমিশেই চলে ।
সমগোত্রীয় সব পশুপাখিদের মধ‍্যে
আসলে জ্ঞানবুদ্ধিতে তফাৎ নাই ।
তফাৎ আছে একই মায়ের গর্ভে
জন্মানো মানুষে মানুষে ভাই ।
সংস্কৃতি ও জ্ঞানের আলোকে কেউ
হয় মহান কেউ গণ্ডমুর্খ তা বিনা ।
কেউ কোন কর্ম করে সানন্দে চিত্তে
কেউ সেটাকে করে চরম ঘৃণা ।
যত মত পথ ভেদাভেদ সৃষ্টিটা তো  
শুধু মানুষই করেছে ।
যার যার আর্দশটি শ্রেষ্ঠ বলে সর্বদা
হানাহানি করে মরেছে ।
সঠিক জ্ঞানের ধারক বাহক কোন
মানুষ ফেরেস্তার চেয়ে অনন্য ।
আবার শুধু তারই অভাবে মানুষ
হয় পশুর চেয়েও জঘন‍্য ।


রচকালঃ রাত ১০.০ই বুধবার, ১০ নভেম্বর ২০২১, ঠাকুরগাঁও ।