বুড়োরা উর্বরা পঁচা রাজনীতিতে
যুবারা মাতোয়ারা প্রেমপ্রীতিতে
বেকারেরা ব‍্যস্ত ইয়াবা গাঁজাতে ।


গৃহীনিরা জি বাংলা ষ্টার জলসায়
শিশুরা হারিয়েছে কার্টুন দুনিয়ায়
কিশোরেরা এন্ড্রোয়েড উন্মাদনায় ।


শিক্ষক স্বপ্নে বিভোর ​হতে ভক্ষক
পাচার লুন্ঠনেই লিপ্ত দেশ রক্ষক
প্রতারক সব কাড়ছে বেঁচে তক্ষক ।


বুদ্ধিজীবীরা বুদ্ধিদীপ্ত চাটুকারিতে
ধর্মটাও গেছে চলে ভণ্ডদের হাতে
সব খাচ্ছিও ভেজাল প্রাণে বাঁচতে ।


প্রশাসন মেতেছে করতে বাণিজ্য
বিচারেও নেই আর ন‍্যায‍্য অন‍্যায‍্য
সত‍্য কথন আজ সবই পরিত‍্যায‍্য ।


ডাক্তার হয়েছে প্রশিক্ষিত ডাকাত
শ্রমিকরা রোজগারে খাটে দিনরাত
চাকুরেরা চুরি করে বদলায় বরাত ।


এমনি যদি সবে মত্ত নিজকে নিয়ে
সবে মিলে দেয় সমাজটাই ডুবিয়ে
মানুষেরা মানুষ হবে তবে কি দিয়ে ?


রচনাকালঃ- সকাল ৭.৫৬টা, রবিবার, ৮ কার্ত্তিক ১৪২৮, ২৪ অক্টোবর ২০২১, বাসযোগে ঠাকুরগাঁও হতে ঢাকা ফেরার পথে।