প্রকৃতির যত প্রাণীকুল গরু ছাগল
কুমির বাঘ ভাল্লুক হায়না ।
এমনিতে কারো করেনা ক্ষতি তারা
ক্ষুধাবিনাও কিছু খায়না ।
প্রজননকাল ছাড়া করেও না তারা
চিরসঙ্গীর সাথেও সহবাস ।
একই বনে নিঃসংকোচ মনে খাদক
খাদ‍্য মিলে করে বসবাস  ।
অথচ যে মানুষকে গালি দিতে করি
এমন যাদের সাথে তুলনা  ।
বরং তারা কভুও ঐ মানুষের মতো
মন্দ যেন এক চুল না ।
তাদের যার যত আছে সে তত চায়
পারলে দুনিয়াটাও গিলে খায় ।
অবাধে খেতে ছলে বলে সেবার স্থল
করে দখল যায়ও সে ক্ষমতায় ।
যে পাতে খায় তারা সে পাতও ফুটো
করে কত না অবজ্ঞা ভরে ।
স্বার্থান্ধ হয়ে স্বজন বন্ধু কিংবা স্বীয়
উদরজাত সন্তানকেও খুন করে ।
প্রাণীকুলের যেমন আছে যা খুশি তা
করা না করার সীমাবদ্ধতা ।
মানুষের তেমনই আছে যা খুশি তাই
করার অবাধ স্বাধীনতা  ।
এক মানুষ কখনও বলতে পারবে না
আরেক মানুষ কি যে পারে করতে ।
সেও নিজে জানে না যে সে কত নীচে
নামতে পারে বা উপরে চড়তে ।
কারণ শয়তান কবলিত হলেই মানুষ
হারায় যে তার বিবেক হুঁশ জ্ঞান ।
তাই হে মানুষ হও স্রষ্টার দাস নয়তো
তোমাকেই দাস বানাবে শয়তান ।


রচনাকালঃ- সন্ধ‍্যা ৬:০৬টা, শুক্রবার, ২৩ বৈশাখ ১৪২৯, ৪ লাওয়াল ১৪৪২, ৬ মে ২০২২, মিরপুর, ঢাকা ।