হে মাটি
তুমিই খাটি, তুমিই খাটি
বাকি সব ভেজাল !
তোমার উপরে পরিপাটি
বাস করে সবে বুনে চলে
কত না স্বপ্নজাল ।
তোমার রূপ ও বর্ণ ধসুর
মলিন নিরহংকারী ।
কিন্তু তোমারই বুক দর্পে
বির্দীনকারীরা তো তোমার
বুকেই বসবাসকারী !
তুমি নিরবেই সহে চলেছ
নিত‍্য শত যন্ত্রণা  ।
আর তোমার বুকে আশ্রয়
গ্রহনকারীরা দেয় পরস্পর
সদা ধ্বংসের কুমন্ত্রনা ।
তবে হে মাটি
তুমিই খাটি, তুমিই খাটি
বাকি সব ভেজাল  ।
তোমার উপর অস্থায়ী ঘাটি
গেড়েও কত জনে চালছে
আধিপত্যে বিস্তারের চাল ।
অথচ নিরবে তাদের জন‍্যই
যোগাও অন্ন বস্ত্র বাসস্থান ।
তোমার অসীম উদারতায়
ও অকৃপণতায় করে চলেছ
সবই উদার চিত্তে দান ।
হে মাটি তোমার বুকে খাটি
মানুষ পাওয়া ভীষন দায় ।
তবুও স্বপ্নে সদাই বিভোর
থাকি জীবন ছবি আঁকি শুধু
তোমারি পরম মমতায় ।


রচনাকালঃ- রাত ৯.৫৪টা বুধবার, ০২/১২/২০২০, ঠাকুরগাঁও ।