ছেলেটা নাকি পড়াশুনায় যথেষ্টভাবে মন্দ
শিক্ষকের পাঠদান বুঝি তার হয়না পছন্দ  ।
পাঠে বসলে তাই থাকেও সদাই মন মরা
মনপসন্দ কর্ম পেলে সে আরবের ঘোড়া ।
পরীক্ষা দিলে বরাবরই হয় যে অকৃতকার্য
মেধাহীন বলে সবাই তাকে করেছেও ধার্য ।
একদা পেয়ে এক আধ‍্যাত্মিক গুরুর দীক্ষা
প্রত‍্যয় নিলো এবার সে নেবেই উচ্চ শিক্ষা ।
মাধ‍্যমিকে অকৃতকার্য ছিল তিন তিনবারের
সহপাঠীরা ছাত্রছাত্রী তখন বিশ্ব বিদ‍্যালয়ের ।
সেই বোকাটাই নিয়ে ফেলে ইংলিশ মাধ‍্যম
দেখালো সেরা ফলাফলে করে তার উদ‍্যম ।
সেই সাথে দেখালোও দেশে ইতিহাস গড়ে
সেরাও হলো বিশ্বখ‍্যাত বিশ্ববিদ্যালয়ে পড়ে ।
লেখক হয়েও জিতে নিলেন বুকার পুরস্কার
যে কিনা মেধাহীনতায় শুধু শুনতো তিরস্কার !
আইন স্টাইন কিংবা টমাস আলভা এডিসন
শৈশবে এসব মনীষীরাও ছিল বোকার মতন ।
তবুও খোদ শিক্ষকদের আজও হয়নি বোধ
শিশুদের অপারগতা দেখলেই বলবে নির্বোধ ।
অপমান অপদস্ত করে ওরে মাবাবাসহ সবাই
কিন্তু তার সৃষ্টিতে কোন সহযোগিতা যে নাই ।
আসলেই এটা অন‍্যায় কাউকে মেধাহীন বলে
দুনিয়ায় সুস্থ ব‍্যক্তি মাত্রই যে মেধাবী সকলে ।
সবাই জ্বলে উঠে মনোনিবেশের ক্ষেত্র পেলে
মেধা বুদ্ধির স্বাক্ষরও তো তার তখনই মেলে ।
মেধা বলে কিছু নাই চাই ভাবনার পরিবেশ
যাতে মানুষ করতে পারে পুরো মনোনিবেশ ।
অভিষ্ট লক্ষ্যে ছুটে করে সফল হবার বিশ্বাস
আমরা দেখি তখনি ঘটে তার মেধার বিকাশ ।


রচনাকালঃ- বিকাল ৪:৪৭টা, রবিবার, ২২ জৈষ্ঠ্য ১৪২৯, ৫ জুন ২০২২, মালিবাগ, ঢাকা ।