মেঘ বালিকা ও মেঘ বালিকা
কোথায় তোমার বাড়ি ?
আকাশ জুড়ে কর উড়োউড়ি
পড়ে সাদা সিফন শাড়ি !
মেঘ বালিকা ও মেঘ বালিকা
কোথায় তোমার বাড়ি ?


আমিও তোমার সুখের দেশে
জমাতে চাই যে পাড়ি ।
তোমার জন‍্য আনবো উপহার
কত্ত চাই কাড়ি কাড়ি ।
মেঘ বালিকা ও মেঘ বালিকা
কোথায় তোমার বাড়ি ?


আমি কিন্তু সবই পারি যদিও
উড়তে একদম আনাড়ী ।
তবুও তোমাকে ধরতে উঁচুতে
উঠে হাত পা দেবো ছাড়ি ।
মেঘ বালিকা ও মেঘ বালিকা
তখন কাঁদবে গগনবিদারী ।


দেখো অমন লুকোচুরি খেলে
তুমি কর না বাড়াবাড়ি ।
তোমায় যদি ধরতে না পারি
তবে আমিও দেবো আড়ি ।
জীবনভর কেঁদে অশ্রু ঝরাবে
করবেও কত আহাজারি  ।


মেঘ বালিকা ও রবির শ‍ালিকা
রাগে মুখটি করনা ভারী ।
তোমায় আদর সোহাগ সবই
দেবো যা লাগে মনোহারী ।
দেখতে চাইলেই তোমায় কিন্তু
ছুটে এসো তাড়াতাড়ি ।


রচনাকালঃ- দুপুর ১.৩৬টা, শনিবার, ১৯ চৈত্র ১৪২৮,  ২ এপ্রিল ২০২২, মিরপুর, ঢাকা ।