এইতো সেদিন
জনসমক্ষে চেঁচিয়ে চেঁচিয়ে
নেতৃত্ব দিচ্ছে একটি অবলা মেয়ে
বলছে ন‍্যায‍্য কথা ভয় সংকোচহীন ।
বুদ্ধিজীবী কবি সাহিত্যিক
নায়ক গায়ক লেখক সাংবাদিক
বনে আমরা যারা আত্মতৃপ্তির
ঢেঁকুর তুলে আয়েশে কাটাচ্ছি দিন....
তারা নাকি সব মেরুদণ্ডহীন !!!
রাষ্ট্র সমাজ হচ্ছে বরবাদ
কিন্তু করছি না মোটে প্রতিবাদ  
তাই বসবাসের অযোগ্য হচ্ছে
এই সমাজ পরিবেশ দিনকে দিন ।
নেই কারো তেমন আয় রোজগার
জনতার শক্তি সামর্থ নেই দাঁড়াবার
দুর্নীতি, অব‍্যবস্থাপনায় সব ছারখার
অথচ কর্তারা ঘি খেতে করছে ঋণ !
কিভাবে আসবে সুদিন ?
যা আনয়নে কারোই প্রচেষ্টা নেই
সমাজ উন্নয়নে সবে হারিয়েছে খেই
যদিও ধেঁয়ে আসছে চরম দুর্দিন ।
তবে ঐ কি মেয়েটিই বল্গাহীন ?
নাকি খ‍্যাতির লোভে লালায়িত ?
নাকি কারো ইন্ধন দ্বারা তাড়িত ?
নাকি সে চোখে আঙ্গুল দিয়ে
দেখাতে পেরেছে দেশের পুরুষরা
যে সত‍্যি কতটা মেরুদণ্ডহীন ???
পুরুষ হয়ে পরিচয় দিতে আমার
যে এখন লাগছে চরম ঘিন ঘিন !!


রচনাকালঃ- রাত ১১:৫৬টা, মঙ্গলবার, ১১ শ্রাবণ ১৪২৯, ২৬ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা ।